খাগড়াছড়িতে আমন ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বিনা-১২ ধান রোপন করে তাক লাগিয়ে দিয়েছেন আথোয়াই মারমা।

আথোয়াই মারমা খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি হেডম্যান পাড়ায় তাঁর বাড়ি। তিনি কমলছড়ি বিলে ১২০ শতক জায়গায় বিনা ১২ লাগিয়ে পৌর এলাকায় নাড়া দিয়েছে।

কৃষক আথোয়াই মারমা বলেন, গতবছরে তিনি বিনা-১২ ধান চাষাবাদ করে তেমন ফলন পায়নাই। এবার আগের বছর তুলনামূলক অনেকটা বেশি ফলন হয়েছে।

উমাঞো মারমা বলেন, বিনা ধান সুন্দর হয়েছে বলে ধান কাটতেও ভালো লাগে।

উমাঞো মারমা ও আথোয়াই মারমা জানান, ১২০ জায়গায় থেকে প্রায় ৩শ ৫০ আড়ি ধান ঘরে তুলতে পারবে।

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা জানান, ৩৫শ ২৪ হেক্টরে কৃষকরা আমন ধান রোপন করেছে। তাছাড়া এবারে আমাদের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৬ শত মেট্রিক টন।

তিনি আরোও বলেন, খাগড়াছড়ি জেলা সদরে আগাম আমন ধান রোপন করার কারণে যে টুকু লক্ষ্যমাত্রা সেটা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ