খাগড়াছড়িতে হস্তশিল্প পণ্য প্রদর্শনী মেলা উদ্বোধন

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি
পার্বত্য এলাকায় নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুবিধার্থে খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে হস্তশিল্প পণ্য প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত মেলা উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জাতীয় মহিলা সংস্থার আহবায়ক রাজিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: শানে আলম, জাতীয় মহিলা সংস্থার খাগড়াছড়ি শাখার চেয়ারম্যান বেগম নিগার সুলতানা, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো: আরিফুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তৃণা চাকমাসহ উদ্যোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ মেলায় বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তাদের নিয়ে প্রায় ৩০ টি স্টল বসেছে।

আরো দেখুনঃ