খাগড়াছড়ি গোলাবাড়ি এলাকায় উশ্যেপ্রু মারমা বিশেষ সভা

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির ২৯৮ আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় নামতে শুরু করেছেন প্রার্থী সমর্থকরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আশঁ মার্কায় ভোট চেয়ে বিশেষ সভা করেছেন তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা।

গতকাল শুক্রবার গোলাবাড়ি পিটিআই এলাকায় দলীয় অফিসে বিশেষ সভা হয়।

সভায় প্রার্থী উশ্যেপ্রু মারমা বলেন, পার্বত্য জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ ও বিকল্প ভাবার সময় এসেছে। আমার মনোবল আছে কিন্তু আর্থিক পয়সা কড়ি, অন্যদের মতো নেই। আপনারা আমাকে ভোট দিলে আমি নির্বাচনে জয়লাভ হবে। নির্বাচিত হওয়ার পর যেখানে যে টুকু উন্নয়ন করা প্রয়োজন আমি চেষ্টা করবো সেগুলো ঠিকঠাক ভাবে উন্নয়ন করার জন্য।

তিনি আরো বলেন, দিন বদলের হাওয়ায় বিকল্প নেতৃত্বের হাতে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যোগ্য নেতা বাছাই করার জনগণের এখনই উপযুক্ত সময় কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। ক্ষমতা যে মানুষের আঙ্গুলের দগায় থাকে তা এবারে প্রমাণিত হবে।

আয়োজিত সভায় থুইচিং মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, থৈঅংগ্য কারবারি, ক্যজরী কারবারি, প্রদীপ বন্ধু ত্রিপুরা, উক্রাসং মারমা, পুষ্প কান্তি চাকমা।

এসময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা, সুশীল সমাজের গণ্যমান্য বৃন্দসহ কার্বারিরা উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ