গিলের সেঞ্চুরির পর মোহিতের দুর্দান্ত বোলিং, ফাইনালে গুজরাট

আইপিএলে শুভমান গিলের সেঞ্চুরির পর মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিলের মারকাটারি ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রানের বড় পুঁজি পায় গুজরাট। জবাবে ১৮ দশমিক ২ ওভারে ১৭১ রানে থামে রোহিত শর্মার দল। ৬০ বলে ৭ চার ও ১০ ছয়ে ১২৯ রান করেন গিল। আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া সুদর্শন ৪৩ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৮ রান। ২৩৪ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে মুম্বাই। মোহিত শর্মার বোলিং তোপে ১৮ দশমিক ২ ওভারে ১৭১ রানে থামে রোহিতদের ইনিংস। ২ ওভার ২ বলে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন মোহিত।

গ্রিন, সূর্যকুমা ও তিলক ছাড়া কেউই টিকতে পারেনি গুজরাট বোলারদের সামনে। গ্রিন ৩০, সূর্যকুমার ৪৩, তিলক ৪৩ রান করেন। এছাড়া রোহিত ৮, ওয়াধেরা ৪, বিনোদ ৫, ডেভিড ২, জর্ডান ২, কার্তিকেয়া ৬ ও বেহরেনডর্ফ ৩ রান যোগ করেন দলীয় সংগ্রহে ৬২ রানের বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আইপিএলের নবীনতম দল গুজরাট। আগামী রোববার শিরোপা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ