ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে হিমালয়ের পাদদেশ নীলফামারী

সুভাষ বিশ্বাস নীলফামারী

গত কয়েক দিন ধরে আকাশে বজ্রসহ বৃষ্টি ও মেঘের হাকডাক থাকলেও (শুক্রবার ১৪ অক্টবর) আশ্বিন মাসের শেষে হিমালয়ের পাদদেশ নীলফামারী যেন ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে। শীত শীত অনুভুত না হলেও প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ হয়েছে প্রকৃতি প্রেমীরা।

ভোর বেলা শরীরচর্চা করতে আসা মানুষেরা জানিয়েছে একটু দেরিতে হলেও ঘন কুয়াশা আর ভোরের শিশির শীতের আগমনি বার্তা দিচ্ছে ।

ভোরবেলা শরীরচর্চা করতে আসা রফিক ইসলাম বলেন, রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, ভোররাতে উঠে দেখি কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে গেছে তবে শীত নেই ।
বড় মাঠে ফুটবল খেলতে আসা কাপড় ব্যবসায়ী হাবিব হোসেন বলেন, এবছর এই প্রথম কুয়াশা দেখলাম খুব ভালো লাগছে।

বড় মাঠে শরীরচর্চা করতে আসা শিক্ষিকা শরিফা খাতুন বলেন, শীত কারো জন্য কষ্টের আবার কারোর জন্য মজার। শীতের নানা উপহার ও উপাচার মানুষকে দেয় পরম প্রশান্তি। অপরদিকে তীব্র শীত আনে দুঃসহ কষ্ট। শরৎ -হেমন্তের পর শীতের আগমন। আজকের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত এসে পৌঁছেছে বাঙালির দরজায় দরজায়। বাইরে শুভ্র নীলা আকাশ ঢেকেছে ঘন কুয়াশায় বইছে মৃদু উত্তরের হিমেল হাওয়া। নতুন আরেকটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, ভাবতে ভালোই লাগছে।

আরো দেখুনঃ