চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হলো রেড ডেভিলসদের।

ওল্ড ট্রাফোডে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানইউ। গোল পেতেও দেরি হয়নি। মাত্র ৬ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি। প্রথমার্ধ্বের যোগকরা সময়ে মার্শিয়ালের গোলে আবারো এগিয়ে যায় ম্যানইউ।

বিরতির পর দলের হয়ে আরো দুটি গোল করেন ব্র“নো ফার্নান্দেস ও মার্কোস রাশফোর্ড। শেষদিকে একটি গোল শোধ দেয় চেলসি। এর ফলে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ