জয়পুরহাটে মে দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি।।

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশে ন্যায় জয়পুরহাটেও মহান মে দিবস পালিত হয়েছে।  সোমবার (০১ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাজলা স্কুল থেকে একটি র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমবেশে জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী. জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা আ’ লীগের সহ-সভাপতি মহসিন আলী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ