জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হচ্ছে আজ

অনলাইন ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পালা শুরু হচ্ছে আজ। এর পরই শুরু হবে প্রার্থীদের প্রচারণা।

আজ সোমবার বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়, সেদিন থেকেই তারা প্রচারে নামতে পারবেন। সে হিসেবে আজ প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সোমবার রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পেলেই প্রার্থীরা নিজেদের প্রচারে মাঠে নামতে পারবেন।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয় ৭৩১ প্রার্থী। আপিল দায়ের করা হয় ৫৬০টি, মঞ্জুর হয় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি।

সূত্র : একুশে টেলিভিশন

এফআর/অননিউজ

আরো দেখুনঃ