ঝালকাঠিতে ঘূণিঝড় জাওয়াদের প্রভাব

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে ঝালকাঠি জেলা দু’দিন ধরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। দুদিনে সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন।

বরিবার বিকাল থেকে বৃষ্টি আকার বৃদ্ধিপাচ্ছে এবং শীতের প্রভাব পরছে। ঘুর্ণিঝড়ের কারণে এলাকার কৃষকরা আতংকৃত রয়েছে। জেলায় এবছর প্রচুর ধানের উৎপাদন হয়েঠে মাঠভরা অর্ধপাকা ধানক্ষেত, অতি বৃষ্টিপাত হলে ধানতেক শুয়ে পরতে পারে এবং কিছু ধান চিটা হওয়ার সম্ভাবনা বরেছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলা ৫০ হাজার হেক্টরে আমান ধান চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত যেটুকু বৃষ্টিপাত হয়েছে সেই আকারে বৃষ্টিপাত হলে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ