ঝালকাঠিতে জেলা পুলিশে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় পুলিশ লাইন্স মাঠে ক্রীড়া প্রতিযোগীতায় ১২টি ইভে›ন্টে শতাধিক নারী পুরুষ পুলিশ কর্মকর্তা ও সদস্য অংশগ্রহণ করেছে । বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি এসএম আহসানউল্লাহ। সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অতিথিহিসেবে উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহআলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন এবং সন্ধ্যা এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।