ঝালকাঠিতে জেলা রাজস্ব সম্মেলন
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এই সম্মেলনে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল আলমের সঞ্চালনায় এই সম্মেলনে জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে ভূমি উন্নয়ন কর, আদায় ও দাবী, নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত এবং করোনীয় বিষয় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।