টানা ৮দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি শুরু

হিলি প্রতিনিধি

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে টানা ৮দিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়। তবে ছুটির আমেজ কাটিয়ে উঠতে আরো দুএকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশীদ বলেন,সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা টানা ৮দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়। এক পত্রের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা বিষয়টি আমাদের জানিয়েছিল। এর ফলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

আরো দেখুনঃ