ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) বিকেল ৩টায় উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিতোষ পাল (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর আড়াইটায় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে পরিতোষ পাল নিহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, বুধবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেলওয়ে পুলিশের বিষয়ে সংবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফআর/অননিউজ