তিতাসে চতুর্থ ধাপে ভূমিসহ ঘর পেল ৭৯ পরিবার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় চতুর্থ ধাপে ভূমি ও গৃহ পেল ৭৯টি পরিবার।গতকাল বুধবার (৯ আগস্ট) সকালে মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন-গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারকে ২ শতক জমিসহ নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে দেশের ১২টি জেলাসহ ১২৩টি উপজেলায়। এসময় ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তিতাস উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে তিতাস উপজেলায় চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে জমিসহ গৃহপ্রাপ্ত ১১৬টি পরিবারকে জমিসহ গৃহের দলিল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক -উর-রহমান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সরফরাজ হোসেন খান, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,বীর মুক্তিযোদ্ধা মোবারক মাস্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এসকেডি/অননিউজ