তিতাসে স্বাস্থ্যকর্মী দম্পতির হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসে স্বাস্থ্যকর্মী দম্পতির হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ সোমবার আনুমানিক রাত ১.৪৫ টার দিকে বলরামপুর ইউনিয়নের ঐচারচর কান্দাপাড়া ভূইয়া বাড়ির খোরশেদ মাস্টারের বাড়িতে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ৫-৬ জনের একটি ডাকাত দল আইনের লোক পরিচয়ে দরজা নক করে। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট খবির উদ্দিন আহমেদ, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া বেগম ও অবসরপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট এরশাদ সরকার (৭২) এর হাত পা বেঁধে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণ, ৩ টি মোবাইল সেট, ১ টি টর্চলাইট ও ২ টি ছাতা নিয়ে যায়। এরশাদ সরকারের পায়জামা কেঁটে আরও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। ২০-২৫ বছর বয়সের ডাকাত দলটির হাতে ছিল রাম দা, ছেনি ও দা। গামছা দিয়ে বেঁধে পুলিশ পরিচয়ে তারা প্রায় ৩০-৪০ মিনিট অবস্থান করে। অতপর পাশের ঘরে যাচ্ছে বলে পালিয়ে যায়।

এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আরো দেখুনঃ