ত্রিশালে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফয়জুর রহমান ফরহাদ ত্রিশাল,ময়মনসিংহ প্রতিনিধি।। বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।
এসময় তিনি জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ত্রিশালে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা, স্থানীয় সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময়, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

আরো দেখুনঃ