দর্শক আকর্ষণীয় সাত গম্বুজের মসজিদ

আল-আমিন কিবরিয়া।।

কুমিল্লা দেবিদ্বারের গুনাইঘর সাত গম্বুজ মসজিদ। ধর্মীয় নির্মাণ শৈলির আবরণে নান্দনি কারুকাজ ও অসংখ্য ক্যালিওগ্রাফি আঁকা ব্যাতিক্রমী এ মসজিদটি দর্শক আকর্ষণীয়।

৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের মসজিদটিতে রয়েছে ছোট-বড় সাতটি গম্বুজ। চার কোনায় আছে ৮০ ফুট উঁচু চারটি মিনার। নির্মাণে ইট-বালি, রড-সিমেন্ট সাথে চিনামাটি ও স্টাইলসের বদলে সিরামিক প্লেটের টুকরো ব্যবহার করা হয়েছে।

এ উপজেলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায় করে তার বাড়ির সামনে ২০০৫ সালে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে ২৮ জন মিস্ত্রি ও অর্ধশত শ্রমিকের সময় লেগেছে আড়াই বছর।

মসজিদের ভিতরে ও বারান্দায় নামাজ আদায় করতে পারেন পাঁচশত মুসুল্লি। মসজিদের গায়ে লিখা রয়েছে পবিত্র কুরআনের সূরা আর রাহমান, আয়াতুল কুরসিরসহ বিভিন্ন দোয়া। সৌন্দর্য বাড়াতে লাগিয়েছেন নানান রঙ্গের বৈদ্যুতিক আলোক সজ্জা।

নির্মাণ শৈলীর দিক থেকে এ মসজিদটি বাংলাদেশের অন্যতম কয়েকটি মসজিদের মধ্যে একটি। এর আকর্ষণ হলো ক্যালিওগ্রাফি ও নির্মাণ কৌশল। নির্মাণে পারস্য ও গ্রীক নির্মাণ রীতিকে অনুসরন করা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ