দুপুরে মাঠে নামছে রংপুর-চট্টগ্রাম, সন্ধ্যায় কুমিল্লা-ঢাকা

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব শেষে আবারও ফিরেছে ঢাকায়। যেখানে সোমবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের ২১তম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই ভেন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

চলতি আসরে দুই ম্যাচে জয় ও তিন ম্যাচে পরাজয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। যদিও এবারের আসর জয় দিয়ে শুরু করেছিল ফ্রাঞ্চাইজিটি। তাই প্লে অফ রেসে জায়গা করতে জয় তুলে নিয়ে ওপরে উঠার লক্ষ্য দলটির। তাই অনুশীলনেও বেশ সিরিয়াস রংপুর।

এদিকে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা আরও সংকটে। ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আফিফ-উসমানরা। ঢাকায় ভালো কিছু করতে হলে অফ ফর্মের গেরো থেকে ফিরতে হবে ক্রিকেটারদের।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। এবারের আসরে টানা তিন হার দিয়ে শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। চট্টগ্রাম পর্বে টানা তিন জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলেও তিন নম্বরে উঠে এসেছে দলটি। সেই ধারাবাহিকতা ধরে রাখায় এখন তাদের লক্ষ্য। এই ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ।

এদিকে টানা হারের বৃত্তে ঘুরতে থাকা ঢাকার টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে কুমিল্লার বিপক্ষে জয়ের বিকল্প নেই ঢাকার সামনে। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছেন নাসির হোসেন। বিপরীত চিত্র তার দল ঢাকা ডমিনেটরসের। জয় দিয়ে শুরুর পর, টানা ৫ ম্যাচে পরাজয় বরণ করে তার দল।

আরো দেখুনঃ