দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরন ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ রফিকুল ইসলাম, দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা অর্জিন চাকমা, দেবিদ্বার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন,উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সিহাব প্রমূখ। অলোচনাসভা শেষে উপজেলার ২জন সফল মৎস চাষীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ