নান্দাইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দাদির সঙ্গে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তামজিদ মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উত্তরমুশুলী গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত তামজিদের বাড়ি পার্শ্ববতী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাউনা এলাকার রাসেল মিয়ার পুত্র।

জানা গেছে, শিশু তামজিদ দাদি রেসুনা আক্তারের সঙ্গে নান্দাইলের উত্তরমুশুলী গ্রামে বেড়াতে গিয়েছিলো। শনিবার সকালে দাদি রেসুনার কাছে সে খেলার জন্য বড়শি তৈরি করার বায়না ধরে। দাদি বড়শি তৈরি করে দিলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করলে প্রতিবেশি ইসলাম উদ্দিন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তামজিদকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক শিশু তামজিদের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিশুটির দাদির সঙ্গে বেড়াতে এসে পানিতে পড়ে মারা গেছে। তাকে হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরো দেখুনঃ