নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে নওগাঁর নিয়ামতপুরে। উদ্বোধন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সার্ভেয়ার অলোক কুমারসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে ই-সেবা গ্রহন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ দিতে হলে সবাইকে স্মার্ট হতে হবে। উপজেলা চেয়ারম্যান আরো বলেন, একটা সময় ভূমি অফিস হবে দুর্নাম মুক্ত। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে ভূমি করদাতাদের ডিসিআর প্রদান করা হয়। ভূমি সেবা সপ্তাহ চলবে আজ ২৮ মে পর্যন্ত।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ