নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে ঠিকাদারদের মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে ঠিকাদারী উন্নয়নমূলক কাজের নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কাজের সাথে বাজারদরের মিল রেখে সংশোধন সাপেক্ষে বিল প্রদানসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ময়মনসিংহ ঠিকাদার সমন্বয় পরিষদের উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঠিকাদান কাজী আলী আকবর, আব্দুল আজিজ, আনিছুর রহমান রাহাত, আমিনুল ইসলাম আমিন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রী গত দুই মাসে ৩৫% বৃদ্ধি পেয়েছে। মূল্য সমন্বয় না করে পুরনো দরপত্রের রেটে কাজ সম্পন্ন করতে গিয়ে ঠিকাদাররা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর পাশাপাশি, অতিরিক্ত আয়কর আদায়, প্রতিমাসে ভ্যাট রিটার্ন বন্ধ, চলমান বাজার দর অনুসারে নতুন রেটে টেন্ডার আহŸানের দাবী জানান ঠিকাদাররা।

ঠিকাদাররা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

আরো দেখুনঃ