নীলফামারীতে ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন
নীলফামারী প্রতিনিধি।।
সুষ্ঠু ও প্রভাব মুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রতি ভোট কেন্দ্রে ১ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ চেয়ে আবেদন করেছে ৯নং ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মহিলা সংরক্ষিত ও সাধারণ সদস্যসহ ১৭জন প্রার্থী। বুধবার ২৬ জানুয়ারী নীলফামারী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতায় ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আটকে থাকার পর নির্বাচন কমিশন ৭ম ধাপে দীর্ঘ ১২ বছর পর ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহনের তফশিল ঘোষনা করে, এর পর আবারো একটি মহল ভোট বন্ধের পায়তারা চালিয়ে আসছে, ৭ ফেব্রæয়ারী ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় প্রতিটি ভোট কেন্দ্র যেন প্রভাব মুক্ত থাকে এ কারণে ৯নং ইটাখোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ হেদায়ত আলী শাহ্ ফকির (আনারস), শ্রী শুজিত কুমার চৌধুরী (ঘোড়া), মোঃ আবু সাঈদ (গোলাপফুল), মহিলা সংরক্ষিত মোছা রাশিদা বেগম। সাধারণ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন শাহ্ ফকির, মোঃ জাকির হোসেন প্রামানিক, মোঃ আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ নূরুল ইসলাম, মোঃ ছদ্দিফ আলী, মোঃ রেজাউলকরিম, মোঃ খালেক, মোঃ মশিউর রহমান স্বাধীন, মোঃ নাছের আলী, মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মাহাবুব আলম নান্টু, মোঃ আবু সাঈদ লিখিত ভাবে জেলা প্রশাসক বরাবর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগের আবেদন করেছেন।
৯নং ইটাখোলা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩ শত ৭২ জন আগামী ৭ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে।