নীলফামারীতে মানব কল্যাণ পরিষদ এম কেপি জেলা জিএস গঠন

নীলফামারী প্রতিনিধি।।

নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে জাতীয় পর্যায়ে নারী-পুরুষের সমতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে মানবাধিকার সুরক্ষায় সহায়তাকারী স্বেচ্ছাসেবীদের শক্তিশালী করার লক্ষ্যে ৭ এপ্রিল বৃহস্পতিবার নীলফামারী একটি হোটেলের কনফারেন্স রুমে মানব কল্যাণ পরিষদ এম কেপি এর ২২ সদস্য বিশষ্ট জেলা জিএস গঠিত হয়। মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন খান, এলাকা সমন্বয়কারী মোছাঃবিলকিস বেগম, এডভোকেসি এবং ট্রেনিং অফিসার তামান্না জেবিন, ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ারা পারভীন, স্কুল ফ্যাসিলিটেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর গীতা রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর রাণী বেগম।

বিষয় বস্তু উপস্থাপন করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মহব্বত আলী। এসময় আইনজীবী,সাংবাদিক ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেষার মানুষের অংশগ্রহণে জেলা সি এস গঠিত হয়।

আরো দেখুনঃ