নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে ধানের মিল সহ ৪ টি দোকান ভস্মীভূত

নীলফামারী প্রতিনিধি।।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুরে ধানের মিল সহ ৪ টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সামান্য পূর্বদিকে আদানী মোড় এলাকায় সংঘটিত এই অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সন্ধা ৭ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের সংলগ্ন আমিনুল ইসলামের ধান মিল থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পাশের ভেলুর খড়ির গোলা ও ভাংড়ির দোকান এবং আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।
অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখায় সব কিছু ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ও নীলফামারীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের হাত থেকে অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত পূর্বক প্রকৃত পরিমান নির্ধারণ করা। সৈয়দপুরে রাস্তা মধ্যে দোকান পাট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী দ্রুত আসতে পারেননি।

আরো দেখুনঃ