নড়াইলে ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি।।
‘‘ বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন’’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মনোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) নড়াইল শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনা অনুষ্ঠিত হয়।
নড়াইল শহর সমাজ সেবা অফিসার মোঃ সুজাউদ্দিনের সঞ্চালনায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সেমিনারে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামীম আহম্মেদ, , পৌর কাউন্সিলর রেজাউল বিশ^াস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর টুকু, নড়াইলকন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী বাছাই, ঋণদানের পর তদারকি বৃদ্ধি ও ঋণ আদায়ের ক্ষেত্রে তৎপরতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
সেমিনারে সরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।