পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকসেবনের দায়ে যুবকের ২ বছরের কারাদণ্ড

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক সেবনের দায়ে জুয়েল (২৪) নামের এক মাদকসেবী যুবককে ভ্রাম্যমান আদালতে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রামে তার নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য (গাঁজা)সহ আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে তাকে জেল জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

দণ্ডপ্রাপ্ত জুয়েল তেঁতুলিয়া সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রাম গ্রামের আ. গফুরের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় জুয়েল মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লংঘনের দায়ে একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ১৯নং ক্রমিকের ৩নং কলামের (ক) অনুচ্ছেদ অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই দীনবন্ধু ও এএসআই ফারুক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ