ব্রাহ্মণবাড়িয়ায় এন্টিমাইক্রোরিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এন্টিমাইক্রোরিয়াল সচেতনতা সপ্তাহের সমাপনী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন।

স্বাগত বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের ঔষধ তত্ত¡াবধায়ক মোঃ শাহজালাল ভূইয়া। সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনছে। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাবের কারণে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক গ্রহন করে থাকেন। এতে তাদের দেহে নানা ধরণের ক্ষতিকারক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। তাই শারীরিক সুস্থতা রক্ষায় এবং এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সংশ্লিষ্টদের আরো তৎপরভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কেউ যাতে রেজিস্ট্রারড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক সেবন না করেন এবং কোন ফার্মেসীতে যাতে রেজিস্টার মেইনটেইন ছাড়া কেউ এন্টিবায়োটিক বিক্রী করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সূধীজনসহ ব্রাহ্মণবাড়িয়া ফার্মেসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ