পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর, পহেলা মে শ্রমিক দিবস সহ সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সূত্রে জানা যায়, আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ৬ দিনের ভিতরে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর একই সাথে শুক্রবার (৬ মে) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৭ দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৭ মে) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক ভাবেই শুরু হবে।

আরো দেখুনঃ