পদ্মাসেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক ট্রেন চলাচল আজ

বছর ঘুরতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আরেকটি সুখবর। এবার রাজধানী থেকে সরাসরি চলাচল করবে ট্রেন। রেললাইন পুরোপুরি প্রস্তুত, আজ পরীক্ষামূলক চলাচল। এদিন রাজধানীর কমলাপুর সংলগ্ন ঢাকা স্টেশন থেকে যাত্রা করে পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মত সরাসরি ফরিদপুরের ভাঙ্গা পৌঁছাবে একটি পূর্ণাঙ্গ ট্রেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে ছুটে চলবে ভাঙ্গা রেল স্টেশনে।

গেল এপ্রিলে ভাঙ্গা থেকে পদ্মাসেতু দিয়ে পরীক্ষামূলক চলে ট্রেন। এবার যুক্ত হলো ঢাকা। নদীর ওপারে পদ্মা ও শিবচর স্টেশনের কাজ ৯০ ভাগের ওপর সম্পন্ন। আর ভাঙ্গা জংশন এখন রেল চলাচলের উপযোগী শতভাগ।

পরিকল্পনা মত, যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন ও চীনের তৈরি সাতটি নতুন বগি দিয়ে ঢাকা-ভাঙ্গা পুরো পথে পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু হবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।

পরীক্ষামূলক চলাচলে সবকিছু ইতিবাচক হলে অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ