পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত
অনলাইন ডেস্ক
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ছয় সদস্য নিহত হয়েছেন। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তারা নিহত হন বলে দেশটির কর্মকর্তারা জানান। আজ বুধবার এ ঘটনা ঘটে। খবর জিওটিভির।
খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত শহর পুলিশের এক মুখপাত্র বলেন, শহরের একটি মেলার কাছে পুলিশ সদস্যরা গাড়িতে করে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন এএসআই আলম দ্বীন, কনস্টেবল পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ ও নওয়াজ। ঘটনার পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের ওই মুখপাত্র বলেছেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা এবং নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকৃত সাহসী কর্মকর্তাদের জাতি স্যালুট জানায়। সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু; সমগ্র পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর হয়ে থাকবে।
শেহবাজ আরও বলেন, প্রাদেশিক সরকারের উচিত মৃতদের সম্মান ও শহীদ হিসেবে সুযোগ-সুবিধা দেওয়া।