পাবনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

পাবনা প্রতিনিধি ॥

পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম (৭) হত্যা মামলায় রাসেল নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড একই সাথে ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত (১) এর বিচারক শ্যাম সুন্দর এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলু শাহর সাত বছরের শিশু পুত্র রহিম কে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল (২০)। সেখানে রাসেল শিশুটিকে বলাতকারের পর কাচি দিয়ে গলাকেটে হত্যা করে।

এ ঘটনায় নিহত রহিমের পিতা জগলু শাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রাসেলকে গ্রেফতার করা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদন্ড ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদন্ডের আদেশ দেন।

রায় ঘোষনার সময় অভিযুক্ত রাসেল উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু, আসামী পক্ষে ছিলেন মকবুল আহমেদ বাবু।

আরো দেখুনঃ