পীরগঞ্জে সার ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে প্রকৃত কৃষকের কাছে রাসায়নিক সার বিক্রি না করা সহ নানা অনিয়মের অভিযোগে বিসিআইসি’র এক ডিলারকে ৫০ হাজার এবং রাসেল নামে এক কীট নাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের থানার সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম এবং পীরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার(ভুমি) কামরুল হাসান সোহাগ সহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা দুপরে পীরগঞ্জ ইউনিয়নের জন্য নির্ধারিত বিসিআইসি সার ডিলার ইমরোজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন। এ সময় সার বিক্রির ক্যাশ মেমো পর্যবেক্ষন করে প্রকৃত কৃষকের কাছে সার বিক্রি না করা সহ নানা অনিয়ম পান তারা।

এ কারণে ঐ ডিলারকে ৫০ হাজার এবং রাসেল নামে এক কীট নাশক ব্যবসায়ী অবৈধ ভাবে রাসায়নিক সার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে রোববার বিকালে নানা অনিয়মের দায়ে দৌলতপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার শাহিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো দেখুনঃ