প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ পুন:নিযুক্ত

অনলাইন ডেস্ক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও একুশে পদক বিজয়ী চিকিৎসক অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল্লাহ চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন।

রোববার এ বিষয়ে একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তিনি অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সাথে কর্ম সম্পর্ক ত্যাগ করার শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক হিসেবে দায়িত্ব শেষ করেছেন। এর আগে তিনি বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেডিসিন অনুষদের ৩ বার ডিন নির্বাচিত হয়েছিলেন।

সূত্র : একুশে টেলিভিশন

এফআর/অননিউজ

আরো দেখুনঃ