ফুলেল শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলেন চলচ্চিত্রকর্মীরা

অনলাইন ডেস্ক।।

১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে বাংলাদেশের চলচ্চিত্রের বিলটি উত্থাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কথা জানিয়েছেন চলচ্চিত্রের ১৮টি সংগঠনের মুখপাত্র বর্ষীয়ান অভিনেতা আলমগীর।

তিনি বলেন, ‘ওই দিনই তিনি বিলটি পাস করান। একই সঙ্গে এই এফডিসির ফাউন্ডেশনও তিনিই দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে চলচ্চিত্র হবে এবং তাই হয়েছে।’

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় এফডিসিকেন্দ্রিক ১৮টি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতির মতো সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের এফডিসি করে দিয়েছেন বলেই আমরা তাকে স্মরণ করছি এমনটা নয়। তিনি আমাদের বাঙালি জাতির পিতা। আমাদের দেশের প্রতিটি মানুষ তার কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদের স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র দিয়ে গেছেন। তিনি না থাকলে আজ বাংলাদেশ হতো না। আজ শ্রদ্ধাভরে আমরা তাকে স্মরণ করছি। তার জন্য দোয়া করছি।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এফডিসির আনুষ্ঠানিকতা শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা যান বনানী কবরস্থানে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আজকের যে অবস্থায় আছে সেটা আরও উন্নত করতে হলে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানো দরকার। সবারই বোঝা দরকার, তার হাতে গড়া এই ইন্ডাস্ট্রি যেন ধ্বংস হয়ে না যায়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি এই এফডিসির দিকে আছে। তিনি আমাদের জন্য অনেক উদ্যোগ নিচ্ছেন। এখানে আসার পর তার সঙ্গে আমাদের মতবিনিময় হবে। সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের চলচ্চিত্র আমরা টিকিয়ে রাখতে পারবো।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই প্রতিষ্ঠিতি এফডিসি। উনার এবং উনার পরিবারের সব শহীদের প্রতি শ্রদ্ধা।’

এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আকতার, প্রযোজক খোরশেদ আলম খসরু, ইকবাল হোসেন প্রমুখ।

আরো দেখুনঃ