ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত-১৫

রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টটি সাবেক ইউপি সদস্য আবদুল আলীর নজরে এলে গত ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধোর করে তার সমর্থকরা। এর জের ধরে বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহসানুজ্জামান সোহেল

আরো দেখুনঃ