বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২

নিজস্ব প্রতিবেদক।।

আবুল খায়ের গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। গতবারের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ স্থানে রয়েছেন। অষ্টম রাউন্ডের খেলা আজ (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার রাজীবকে পরাজিত করেন।

 

ক্যান্ডিডেট মাস্টার নীড় সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার রাজীবের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে তারাশ বিশ্লেষণ ধারার খেলায় ৩৫ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ এ রাউন্ডে বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার পরাগের শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০৯ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়া সাদা ঘুঁটি নিয়ে কিং’স ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতির খেলায় ৩৭ চালের মাথায় ক্যান্ডিডেট মাস্টার শাওনের বিরুদ্ধে জয়ী হন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে অবলম্বন করে খেলে ৬২ চালে ফিদে মাস্টার সুব্রত’র বিরুদ্ধে জয়ী হন। ফিদে মাস্টার তাহসিন নিজ দলের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে গ্র্যান্ড মাস্টার রিফাতের এক্সচেঞ্জ বিশ্লেষনের বিরুদ্ধে খেলে ৪৬ চালে জয়ী হন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নিজ দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স অবলম্বন করে ৫ চালে ফিদে মাস্টার আমিনের সাথে ড্র করেন।

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানীর অনত চৌধুরী চট্টগ্রামের হৃষিন তালুকদারকে পরাজিত করেন। অনত সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭৩ চালের মাথায় হৃষিনের বিরুদ্ধে জয়ী হন। আগামীকাল (শনিবার) বিকাল ৩-০০ (তিন) টা হতে দাবা ক্রীড়া কক্ষে নবম রাউন্ডের খেলা শুরু হবে। নবম রাউন্ডের খেলাগুলো হলোঃ হৃষিন বনাম ফিদে মাস্টার সুব্রত, ক্যান্ডিডেট মাস্টার শাওন বনাম অনত, ফিদে মাস্টার পরাগ বনাম গ্র্যান্ড মাস্টার জিয়া, গ্র্যান্ড মাস্টার রাজীব বনাম আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ বনাম ক্যান্ডিডেট মাস্টার নীড়, ফিদে মাস্টার তাহসিন বনাম ফিদে মাস্টার আমিন এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ বনাম গ্র্যান্ড মাস্টার রিফাত।

আরো দেখুনঃ