বরুড়া ৮৪ ইঞ্চি লম্বা ৩০টি গাঁজার গাছ সহ নারী গাঁজা চাষী আটক

নাসির উদ্দিন
বরুড়া উপজেলা ১১নং গালিমপুর ইউনিয়ন থেকে এক নারিকে ৩০টি গাঁজার গাছ(ডাল পালা ও শকড় সহ)১জন গাঁজা চাষী পেয়ারা বেগমকে আটক করেন বরুড়া থানা পুলিশ।

১৪ জুন(বুধবার) বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই(নিঃ)আলী মর্তুজা,মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোন সংবাদের ভিত্তিতে গালিমপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে রাত অনুমানিক রাত ৩টায়,সেলিমের স্ত্রী পেয়ারা বেগম(৪৫)কে অবৈধভাবে চাষ করা ৩০টি গাঁজা গাছ যাহার প্রতিটি অনুমান ৪৮ হইতে ৮৪ ইঞ্চি লম্বা সহ গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা যায়,সবুজ(২৫)নামের এক পালাতক আসামী দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত

আসামী পেয়ারা বেগম (৪৫)এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করিয়া বরুড়া সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/মোঃ আলী মর্তুজা বাদী হয়ে, মাদকদ্রব্য নিয়নন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৮(ক)৪১ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন

আরো দেখুনঃ