বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে

কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে শহরের দক্ষিণপাড়া মন্দিরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র বিতরণ ও শারদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, দক্ষিণ পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, কোষাধ্যক্ষ বাবলা ঘোষ প্রমূখ।

এ সময় দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরের সাবেক প্রধান উপদেষ্টা, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ফনিন্দ্র মোহন সাহার স্মরণে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অপরদিকে, অষ্টমী তিথীতে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দক্ষিণপাড়া মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রতিটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আরতী প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ আনসার, পুলিশ মোতায়েন রয়েছে। জেলার ৯ উপজেলার ৫৪৮টি মন্দিরে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। আগামী মঙ্গলবার দশমী বিহীত পূজার পর বিসর্জন শোভাযাত্রা সহ বির্সজনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপী এ উৎসব শেষ হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ