বাগমারায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৭৫ টি ভূমিহীন পরিবার
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মাধ্যে জমি বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ বরাদ্দ ঘোষনা করেন। এ উপলক্ষ্যে বুধবার বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ড. আব্দুল মুমীতের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মমিন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক ও হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।