বাগমারায় লীজ নেওয়া পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।

বাগমারায় পূর্বশত্রæতার জের ধরে মাছ ব্যবসায়ী সৈয়দ আলীর লীজ নেয়া একটি পুকুরে বিষ ঢেলে দিয়ে ১৫ লাখ টাকার চাষকরা মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মাছ ব্যবসায়ী সৈয়দ আলী গ্রামের একটি পুকুর লীজ নিয়ে ১৮ বছর ধরে মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই পুকুরে মাছচাষ করা নিয়ে গ্রামের একটি পক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে পহেলা বৈশাখের দিন রোববার গভীর রাতে ওই পুকুরের পানিতে শত্রæতা করে বিষ ঢেলে দেয় দূর্বৃত্তরা। এতে ওই পুকুরের চাষকরা রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে মাছ ব্যবসায়ী সৈয়দ আলীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ