বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন অধ্যক্ষ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।।

শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাতেম আলী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার বিকেলে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। এর আগে সকাল ১০ টায় কলেজ গেটের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর দুপুর দুইটা পর্যন্ত কলেজের মুল গেট বন্ধ করে দিয়ে কলেজের ক্যাম্পাস চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারী প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অধ্যক্ষকে ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন ¯গান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। টানা ৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আন্দোলনের মুখে
বিকেল তিনটার দিকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ হাতেম আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে সেনাবাহিনীর সঙ্গে নিয়ে আমরা খবর পেয়ে কলেজে এসে শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনি এবং অধ্যক্ষের সঙ্গে কথা বলি।

অবশেষে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে আমাদের উপস্থিতিতে অধ্যক্ষ পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিব ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অধ্যক্ষ হাতেম আলীর বিরুদ্ধে কলেজের বিভিন্ন উৎস থেকে ২ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকা আতœসাতের অভিযোগ করেছিলেন কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক আব্দুল জব্বার, রেজাউল করিম, বাবর আলী ও সাইফুল ইসলামসহ ৫ জন শিক্ষক। ওই অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধে শিক্ষা
অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত চলছিল।

আরো দেখুনঃ