বাগেরহাটের মোল্লাহাটকে আলোকিত ও মানবিক উপজেলা গড়ার প্রত্যয়ে সকল প্রতিষ্ঠানে ফুলের চারা রোপন উদ্বোধন

মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক উপজেলা হিসাবে বিনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।

তারমধ্যে অন্যতম উদ্যোগ হলো মোল্লাহাট উপজেলার সকল বিদ্যালয়ে ফুলবাগান তৈরীর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে আগ্রহী করে তোলা। এছাড়া সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও ফুলের বাগান সৃজন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার ৯সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্তরে ফুলের চারা রোপনের মধ্যদিয়ে উক্ত কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, জাইকার উপজেলা প্রগ্রামার নুরুন্নাহার বেগম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.

আরো দেখুনঃ