সোনাগাজী পৌরসভা নির্বাচনে নৌকার প্রশ্নে আ.লীগ একাট্টা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সোনাগাজী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে জেতাতে সবাই একাট্রা হয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

এসময় বক্তারা বলেন, সোনাগাজীতে আ.লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ছাড়াও শান্তি, সম্প্রীতি ও সহবস্থানের রাজনীতি প্রতিষ্ঠায় আ.লীগ নেতাদের ভূমিকা অপরিসিম ছিল। আ.লীগ সরকারের আমলে সোনাগাজী পৌরসভাকে প্রথম শ্রেনিতে উন্নীত করা হয়েছে। সোনাগাজী পৌরসভায় সড়ক বাতি, ড্রেনেজ, বিশুদ্ধ পানি সরবরাহ সহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এরপরও বিএনপি জামায়াতের এক শ্রেনির লোক আছে আ.লীগ সরকারের এসব তাদের চোখে পড়েনা। তারা সব সময় গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই আগামি নির্বাচনে যাতে ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য আ.লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আগামী পৌরসভা নির্বাচনে যাতে কোন ষড়যন্ত্রকারী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীর ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে অতন্দ্র প্রহরী হিসেবে জাগ্রত থাকতে হবে।

সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে সবাই মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, আ.লীগ প্রার্থীর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের গলায় জয়ের মালা পরিয়ে ঘরে ফিরতে হবে। নৌকা প্রতীকের জয়ের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণাও দেন তারা। বৃহস্পতিবার বিকালে উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের পক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় আ.লীগ নেতারা এসব কথা বলেন।

উপজেলা আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আ.লীগের সিনিয়র-সহসভাপতি মাস্টার আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দফতর সম্পাদক, ফেনী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ উল্যাহ খোন্দকার, প্রচার সম্পাদক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, জেলা যুবলীগের সভাপতি, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। আরো বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী, বর্তমান মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, পৌর আ.লীগের সভাপতি সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।

উল্লেখ্য; আগামি ২০ সেপ্টম্বর সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে করোনা ভাইরাসের মহামারির কারণে তিনবার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। উক্ত নির্বাচনে আ.লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ছাড়াও আরো তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.

আরো দেখুনঃ