বাগেরহাটের মোল্লাহাটে পরিবার পরিকল্পনা দপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে গত বৃহস্পতিবার(১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত ও জোরদারকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনাা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম-সচিব) হাবিবুল হক খান। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

বিশেষ অতিথি ছিলেন, এমসিএইচ সার্ভিসেস ও লাইন ডিরেক্টর(এমসিআরএএইচ) বিভাগ, ডাঃ মোঃ মাহামুদুর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাট ঝুমুর বালা, উপ-পরিচালক বিকাশ কুমার দাশ, উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ মাহফুজা খানম, ডাঃ সৌমিত্র মিত্র। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস। সঞ্চালনা করেন ডাঃ গাজী একরামুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোল্লা মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা বৃন্দ, চিকিৎসক, নার্স. স্বাস্থ্য সহকারি, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো দেখুনঃ