বিগত ৩ নির্বাচনে সার্টিফিকেট দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আর রাখা হবে না
অনলাইন ডেস্ক।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক নির্বাচনকে ‘সুন্দর, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য’ বলে সার্টিফিকেট দিয়েছেন, তাঁদের এবার পর্যবেক্ষক হিসেবে রাখা হবে না।
মঙ্গলবার নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
সিইসি জানান, কানাডার হাইকমিশনার আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, “আমরা আমাদের প্রস্তুতির বিষয়গুলো বিস্তারিত জানিয়েছি। বিশেষ করে আমরা দেশব্যাপী ভোটার শিক্ষা কার্যক্রম (ভোটার এডুকেশন) শুরু করব এবং পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কানাডার সহযোগিতা চাইব।”
তিনি আরও জানান, ভোটার রেজিস্ট্রেশনে নারী ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়টি হাইকমিশনার বিশেষভাবে জানতে চেয়েছেন। পার্বত্য অঞ্চলে সচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও তিনি আগ্রহ দেখিয়েছেন।
সিইসি জানান, হাইকমিশনার নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও অপব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা এআই সম্পর্কিত কিছু সমস্যা মোকাবিলা করেছেন।
তিনি বলেন, “আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার আমাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। ভোট যেদিন হবে, তার দুই মাস আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪