বিধ্বস্ত বিমানটির নির্মাতা চীন, যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার কারণ
অনলাইন ডেস্ক।।

ফাইল ফটো
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭০ জন। এ ঘটনায় চারদিকে যেমন চলছে শোকের মাতম, তেমনি বিধ্বস্ত বিমানটির মডেল, সেটি কোন দেশে তৈরি সেসব নিয়েও চলছে বিস্তর জল্পনা।
সোমবার (২১ জুলাই) এ দুর্ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি ছিল এফটি-৭ বিজিআই মডেলের। এটি দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।
এ বিষয়ে এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী বিবিসি বাংলাকে জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি এফটি-৭ ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে। চীনের তৈরি এ বিমানটির বিভিন্ন সংস্করণ বাংলাদেশ প্রায় তিন দশক ধরে ব্যবহার করে আসছে।
তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসনিক গতির।
গ্লোবাল সিকিউরিটি ডট ওআরজির তথ্য অনুসারে, রাশিয়ান মিগ-২১ মডেলের বিমানের লাইসেন্সড চীনা সংস্করণ হলো এই এফ-৭ বিজিআই। ট্রেডিশনাল ডেল্টা উইং থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশের জন্য এই বিমানের ডবল ডেল্টা উইং সংস্করণ তৈরি করে চীন। এর ফলে করে বিমানটির পূর্ববর্তী সংস্করণের চেয়ে এতে ম্যানুভারেবিলিটি ক্ষমতা আরও বাড়ে। বাংলাদেশের জন্য তৈরি সংস্করণে চীনের তৈরি পিএল-৯সি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বাড়তি সুবিধাও যোগ হয়, যার ফলে আকাশযুদ্ধে আগের চেয়ে বেশি কমব্যাট সক্ষমতা বাড়ে এই যুদ্ধবিমানের।
আইএসপিআর জানায়, সোমবারের দুর্ঘটনার কারণ উদঘাটনে এরইমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪