বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন রক্তের, সাহায্যে এগিয়ে আসার আহ্বান

অনলাইন ডেস্ক।।

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দগ্ধ ৭০ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে, আহতদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ এবং মনসুরআলী মেডিকেল কলেজ জরুরি বার্তা প্রদান করেছে।

বার্তায় বলা হয়েছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ওপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় অনেক রক্তের প্রয়োজন। রক্তদানে আগ্রহীদের দ্রুত উল্লেখিত হাসপাতালগুলোতে যোগাযোগ করতে ও সরাসরি যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সেই সাথে ঘটনা স্থলে ভিড় না করে আহতদের উদ্ধার কাজে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বলেন উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশসহ অন্তত ৬০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার। কুয়েত মৈত্রী হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিকেল টিম প্রস্তত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩০ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং আহতের সংখ্যা বাড়তে পারে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ইতোমধ্যে হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এ পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি।

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ