বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াহিদ তারেকের উদ্যোগে মুড়িয়ায় চিকিৎসা সেবা পেল ৪০০ শতাধিক রোগী

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার

মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াহিদ তারেকের উদ্যোগে বিয়ানীবাজার পূর্ব মুড়িয়া নওয়াগ্রাম সরকারি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে রিমোট মেডিকেল রিলিফের ব্যবস্থাপনায় প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ১১জানুয়ারী বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

রিমোট মেডিকেল রিলিফের মাধ্যমে বিভিন্ন বিভাগের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করায় চিকিৎসকরা জানান

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াহিদ তারেক,নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন,যুক্তরাজ্য প্রবাসী সাদিক রহমান বকুল,বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন,ইউপি সদস্য জামাল হোসেন,বিশিষ্ট মুরব্বি ফখরুল ইসলাম,সেলিম উদ্দিন আহমদ,ছাত্রনেতা আহমেদ সাব্বির , সমাজকর্মী শাহেদ আহমদ চৌধুরী, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী

বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াহিদ তারেকের উদ্যোগে এমন স্বাস্থ্য সেবা পেয়ে খুশিমনে সেবা গ্রহণকারী জানান।

প্রসঙ্গত অনাড়ম্বরহীন অনুষ্ঠানের শুরুতে মুসলিম উম্মাহ ও কোভিড আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবসর প্রাপ্ত আরবী প্রভাষক মাওঃ আব্দুল মতিন।

আরো দেখুনঃ