বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে গ্রুপ পর্বের কোনো ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে পাক সফরে গিয়েছিল আইসিসি প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে এবং জেনারেল ম্যানেজার জিয়োফ অ্যালার্ডিস।

বাবর আজমরা যেন বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ স্থানে খেলার প্রস্তাব না দেন, সে ব্যাপারও নিশ্চিত করতেই তাদের এই যাত্রা। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্যমতে, নক-আউট অথবা ফাইনাল ছাড়া আহমেদাবাদে কোনা ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পিসিবি চেয়াম্যান নাজম শেঠি। বিকল্প স্থান হিসেবে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে খেলতে চেয়েছে তারা।

আগামী ৫ অক্টোবর প্রথম ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আগামী বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর ফাইনালও হবে আহমেদাবাদে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ